Message from Deputy Education Minister
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন ১৩ মার্চ ২০১৯ তারিখে অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। যে সকল কৃতি শিক্ষার্থী এই মহতি অনুষ্ঠানের মাধ্যমে সনদ লাভ করতে যাচ্ছেন আমি তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাদের অভিভাবক, নিবেদিতপ্রাণ শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। উচ্চ শিক্ষাক্ষেত্রে কাক্সিক্ষত মান অর্জনের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
বিশ্বায়নের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চ শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা সাধনে কাজ করছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। আমি আশা করি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদেরকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমি এ বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তনের সাফল্য কামনা করি এবং নবীন গ্রাজুয়েটদের ভবিষ্যৎ ও পেশাগত জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।